মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: পুরানো স্মৃতি মুছে যাক, নতুন করে জেগে উঠুক প্রাণ এই প্রতি পাদ্যকে সামনে রেখে রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ডাক্তার মোঃ শাহ আলমের সভাপতিত্বে এনামুল কবির বিশ্বাস ও ইয়াকুব আলমের যৌথ সঞ্চালনায় বৈশাখী মেলা বিকেল থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলে। শুরুতেই মেলা মঞ্চে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
মমতাজুল ইসলাম তাজ ও জামসেদ রানার উপস্থাপনায় মঞ্চে দেশীয় বাউল সংগীত, পল্লী গীতি, ফোক গান, দৈত নৃত্য, একক নৃত্য নিয়ে আসেন স্থানীয় শিল্পী বৃন্দ।

সবশেষে মেলায় আগত স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।