মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি ২০২৪ রাতে বাথা সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে রিয়াদের প্রয়াত প্রবাসী ৩ টেলিভিশন সাংবাদিকের সন্মানে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত প্রবাসী সাংবাদিকরা হলেন- একুশে টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি অহিদুল ইসলাম, চ্যানেল আই এর ক্যামেরাম্যান মোহাম্মদ হানিফ, সদ্য প্রয়াত ৭১ টেলিভিশন রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও বাংলা৫২ নিউজ টিভি রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সৌদি আরব কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে- ফোরামের সাধারণ সম্পাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা, ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এশিয়ান টেলিভিশন রিয়াদ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক খবর প্রতিনিধি এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোহনা টেলিভিশন, দৈনিক আমাদের সময়, প্রবাস মেলা প্রতিনিধি রোটা: জাহাঙ্গীর আলম হৃদয়, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- এস এ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সম্পাদক এবং মাই টিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ, নবীনগর ভয়েস ও তিতাস টিভির প্রতিনিধি আল আমিন বিন নান্নু মিয়া, আই ওয়ান টিভির প্রতিনিধি তানিয়া আহমেদ, দৈনিক তৃতীয় মামাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন, বাংলাদেশ থেকে আগত দৈনিক নয়া দেশ পত্রিকার সম্পাদক মো: হারুনুর রশিদ, টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলা ৫২ টিভির মধ্যপ্রাচ্যের ব্যুরো চীফ আজিজ তালুকদার, ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে স্মরণ সভায় বক্তব্য রাখেন- রিয়াদ কমিউনিটি ব্যক্তিত্ব হারুন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ হোসেন, ডিএমসি গ্রুপের ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর জাকির হোসেন, আলতাফ হোসেন, কাজী আইয়ুব আলী, বখতিয়ার আহমেদ, মো: সোহেল আলম, মো: মতিউর রহমান সওদাগর সহ প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সদ্য প্রয়াত ৭১ টিভির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ এর পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দেয়া হয়। একই ভাবে প্রয়াত একুশে টেলিভিশন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অহিদুল ইসলাম এবং চ্যানেল আই টিভির ক্যামেরাম্যান প্রয়াত হানিফ এর পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান বলেন।