মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারি রবিবার রাতে রিয়াদস্থ হোটেল ম্যারিয়টে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী পেশাজীবীদের নিয়ে জীবন বীমা কর্মকর্তাদের উপস্থিতিতে জীবনবীমা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এর সভাপতিত্বে – ইকনোমিক মিনিস্টার ডক্টর আবুল হাসানের সঞ্চালনায় বাংলাদেশ সরকারের উন্নয়ন ও জীবন বীমার মাধ্যমে প্রবাসীরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অজিত কুমার পাল।
বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত সচিব) মোঃ আলী নূর, দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, দূতাবাসের মিনিষ্টার এস,এম আনিসুল হক, দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আফতাব উদ্দিন চৌধুরী সহ দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ।
মতবিনিময় সভায় প্রবাসী পেশাজীবীরা পেনশন বীমা চালু করার দাবি জানান।