মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৩ মার্চ রাতে হোটেল মেরিয়টে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ, এম পি রিয়াদ প্রবাসীদের সাথে মতবিনিময় করেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এর সভাপতিত্বে – শ্রম কাউন্সেলর মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণও বৈঠকে যোগ দেন।
এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ফজলুল করিম ও মোঃ যাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সৌদি আরবের পরিবর্তিত পরিস্থিতিতে এখানে কর্মরত বাংলাদেশী শ্রমিক ও গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে, সকল প্রবাসীরা সৌদি সরকারের আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ জানান। এসময় প্রবাসীদের যে কোন সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি জানাতে প্রতিমন্ত্রী উপস্থিত সকল প্রবাসীদের ব্যাক্তিগত ইমেইল ও মোবাইল নাম্বার দিয়েছেন।