রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: স্বাস্থ্য ঝুঁকি থেকে বাচুন, স্বাস্থ্যসেবা গ্রহণ করুন এই স্লোগান কে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুল ক্যাম্পাসে ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ফ্রি স্বাস্থ্যসেবার উদ্ভোধন করা হয়েছে।
ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীদের জন্য এই সেবা চালু করা হয়।
এই সময় রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ আহসানুল হক, ভাইস চেয়ারম্যান ডক্টর মতিউর রহমান, ট্রেজারার অব ডিরেক্টর ডক্টর মনজ কুমার দত্ত, স্পোর্টস ও কালচারাল ডিরেক্টর ডক্টর মাহমুদ উজ জামান, প্রিন্সিপাল বজলুর রশিদ, ডাক্তার আনিসুর রহমান, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ সাংবাদিক রুস্তম খান, এলমা ফিলিপাইন সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে ঢাকা মেডিকেল সেন্টার পরিবারের সবাইকে প্রবাসে মানবসেবামূলক কাজ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়কে ধন্যবাদ জানাই যিনি সকল জায়গায় ঢাকা মেডিকেল সেন্টারের কথা তুলে ধরেন। আশা করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।