মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ ঢাকা প্রবাসী এসোসিয়েশনের উদ্যোগে হারাস্থ আল খইয়াম রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা প্রবাসী এসোসিয়েশনের সহ সভাপতি কবি শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক গাজী সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ড. মোঃ আবুল হাসান, প্রেস প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজোনাল ম্যানেজার মোঃ আমিনুল হক ভূইয়া, বিশিষ্ট রাজনীতিবীদ ড. মোঃ রেজাউল করিম, ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন, রফিকুল ইসলাম মাহবুব, এম.এ জলিল, বাংলা স্কুলের চেয়ারম্যান মুসতাক আহমেদ, এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ইমরান, সৈয়দ আনিসুর রহমান, ডাক্তার সোহানুর রহমান, প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি আলহাজ মোঃ নুরুল ইসলাম সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ আবদুস সালাম।