মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ কমিটিসমূহের যৌথ উদ্যোগে ৪৮তম জাতীয় শোক দিবস ও ২০০৪ এর একুশে আগস্টে বর্বোরচিত গ্রেনেড হত্যাকান্ডে নিহত সকল শহীদদের স্মরণে ২৪ আগস্ট-রাতে বাথাস্থ হোটেল এপ্যেলো ডিমুরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, ২০০৪ এর একুশে আগস্টে নিহত মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শহীদ বেগম আইভি রহমানসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আইইবির সভাপতি প্রকৌশলী কাওছার আহমেদ এর সভাপতিত্বে- প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ ও আরিফুর রহমান কুদ্দুসের যৌথ সঞ্চানালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও চট্টগ্রাম সমিতি রিয়াদ এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর সিকান্দার।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সদস্য সচিব, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো: কামরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা অধ্যাপক খাদেমুল ইসলাম, সিলেট সমিতির উপদেষ্টা মো: এরশাদ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সভাপতি মসিই সিরাজ, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাতুব্বর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আল খারজ্ শাখার প্রধান উপদেষ্টা ও আলোকিত সামাজিক সংগঠন হাঁসির প্রধান কর্ণধার মো: মুছলেহ উদ্দীন মুন্না, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা প্রকৌশলী ওয়াসিকুর রহমান, সিলেট সমিতির বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা হাবিবুর রহমান, আওয়ামী রেমিট্যান্স যোদ্ধার সভাপতি এস্কান্দর আলী খাঁন, সিনিয়র সহ-সভাপতি ইশা উল্যাহ, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সৌদি আরব মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা প্রকৌশলী কবির, প্রকৌশলী আনিছুর রহমান, জাকিরুল ইসলাম মিঠু, রিপন সরকার, বৃহত্তর চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদ এর সহ-সভাপতি আব্দুল আজীজ তালুকদার, আব্দুল আজীজ লিটন, আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সোহেল, জসীম উদ্দীন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, রিয়াদ যুবলীগের সহ-সভাপতি গোলাম সামদানী ও অধ্যাপক মলয় কান্তি বালা, আল খারজ্ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন কবির, সহ-সম্পাদক চঞ্চল, আওয়ামী রেমিট্যান্স যোদ্ধার সহ-সভাপতি আব্দুল হালিম মাতুব্বর, রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা ওবায়দুল, শফিউল আলম, খোরশেদ আলম, আব্দুল হালিম, ইয়াসির আরাফাত মানিক, বেলায়েত হোসেন, শামসুল আলম, নাসির উদ্দীন, বাপ্পি, হেলাল উদ্দীন, আবুল কাশেম, এমদাদ খোকন, বেলাল হোসেন, আমজাদ খান, কামাল হোসেন, আক্তারুজ্জামান রাসেলসহ অগনিত নেতাকর্মী।
সভায় ৭৫ এর পনেরো আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যাকারী সকল খুনীদের দ্রুত বিচারের আওতায় আনবার জোর দাবী জানানো হয়।
দোয়া ও মুনাজাত করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, নির্বাহী ও প্রতিষ্ঠাতা সভাপতি ড. এ্যাড. মশিউর মালেক, সাধারণ সম্পাদক ড. এ্যাড. নুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি ও রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি জননেতা আব্দুস সালামসহ দেশবাসী ও মুজিবাদর্শের সৈনিকদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
তবারক বিতরণের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন প্রকৌশলী কাওছার আহমেদ।