মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদে সিলেট কুলাউড়া প্রবাসী পরিষদের উদ্যোগে সৌদি আরবে শুভাগমন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে রিয়াদের পাঁচ তারকা হোটেল অ্যাপোলো ডিমুরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কুলাউড়া প্রবাসী পরিষদের সভাপতি খালেদ শাহবুদ্দিন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রবাসী জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাব উদ্দিন, সিলেট বিভাগ পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, উপদেষ্টা এরশাদ আলী, ঢাকা প্রবাসী এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা দলা মিয়া, আবু সুফিয়ান, শেখ ফখরুল ইসলাম, আলী আনফর, সিনিয়র সহসভাপতি মতাব মিয়া, সৈয়দ আতিকুর রহমান, প্রচার সম্পাদক আবদুল মুনিম, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল, হেলাল আহমদ, সায়েদ খান, একরাম হোসাইন প্রমুখ।
সংবর্ধনা সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শফিউল আলম চৌধুরী নাদেল তার বক্তব্যে বলেন- প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়ন অগ্রগতিতে যে অবদান রাখছেন তা অন্য কারোদারা সম্ভব নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশের প্রবাসীরা সবচাইতে বেশি অবদান রাখছেন। তাদের জান-মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব, সরকার সেই লক্ষ্যেই কাজ করছেন, বিমানবন্দর থেকে শুরু করে কিছু জায়গায় ব্যক্তির কারনে প্রবাসীরা কষ্ট পায়। আশা করছি সেগুলো ঠিক হয়ে যাবে বলেও তিনি জানান।