মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ প্রবাসী কুমিল্লার এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত সবুজ মাহমুদ দেলোয়ার (৩৮) কুমিল্লা জেলার, বি-পাড়া উপজেলার, শ্বশীতল ইউনিয়নের, সাজঘর গ্রামের, বংশী বাড়ীর সুলতান আহমেদের ছেলে।
সবুজ সৌদি আরবের রিয়াদ সিটির জাদিদ সানাইয়ার ইন্ড্রাস্ট্রি এরিয়ায় বসবাস করতেন।
মৃতের ঘনিষ্ঠ বন্ধু জুয়েল ফকির ও রোমমেটরা জানান, ২৩ জানুয়ারি বুধবার ভোর রাতে সবুজ ঘুম থেকে উঠছেনা দেখে তার বন্ধুরা কম্বল সরিয়ে দেখেন সবুজ অচেতন হয়ে আছে, ডাকা ডাকি করে দেখেন সে কথা বলছেনা। তখন তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার জানান সবুজ হার্ড স্ট্রোক করে মারা গেছেন।
বর্তমানে মৃতের মরদেহ রিয়াদের সমোসী সরকারি হাসপাতালের হিমাগারে রয়েছে।
মৃত সবুজের মরদেহ বাংলাদেশে নিতে পরিবারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। দূতাবাসের সহযোগিতা পেলে সকল আইনি প্রক্রিয়া তার মরদেহ দেশে নেয়া সম্ভব হবে বলে জানা যায়।