মো:জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে এশিয়া হকি ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ রিয়াদে শুভ আগমন উপলক্ষে রিয়াদ আওয়ামী পরিষদ, আওয়ামী লীগের সাত সংগঠনের নেতাদের মতবিনিময় সভা বাথা ইসমাইল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৌদি আরব মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল আহমেদ। রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মো: রফিকুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে-যুগ্ম সাধারণ সম্পাদক আলী নুর ইসলাম রনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া হকি ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল জলিল রাজা, সহ সভাপতি গাজী সাঈদ, ইনভেস্টর সাইফুল ইসলাম, ইনভেস্টর নজরুল ইসলাম খান, রিয়াদ যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ইলিয়াস, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সৌদি আরব পূর্বাঞ্চল কৃষক লীগ সভাপতি গিয়াস মজুমদার, সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ মো: জসিম উদ্দিন, শিপা সানাইয়া শাখা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম ফকির, আমির তালুকদার সহ নেতা কর্মিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এশিয়া হকি ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এর দৃষ্টি আকর্ষণ করে বলেন- দেশের হকি খেলাকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি প্রবাসের মাটিতে দেশীয় হকি খেলা, ফুটবল খেলাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে সহযোগিতা চেয়েছেন।
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনেক ভালো খেলোয়াড় রয়েছে তাদের যদি প্রশিক্ষণ দেয়া হয় তাহলে তারা ভালো করবে। সৌদি আরবের সঙ্গে খেলাধুলাকে এগিয়ে নিতে চুক্তি করার বিষয়েও বক্তব্য উপস্থাপন করেন প্রবাসীরা। সভায় আগত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এশিয়া হকি ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ তার বক্তব্যে বলেন- প্রবাসে হকি, ফুটবল, ক্রিকেট সহ সকল খেলাকে প্রতিষ্ঠিত করার বিষয়ে কাজ করছে ফেডারেশন। তিনি আরও বলেন- দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের বীরত্ব কোন ভাবেই অস্বীকার করা যাবেনা, প্রবাস থেকে দেশে বৈধ পথে যতো বেশি রেমিট্যান্স যাবে ততই দেশ উন্নত হবে।