মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৮ মার্চ শনিবার, রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাশুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহ তাফাদারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আলিম উদ্দীন মাহমুদ, উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, মামুনুর রশিদ, আলতাফ হোসেন বাবুল, নাহিদ আহমেদ, ইব্রাহিম আলী, সিনিয়র সহ–সভাপতি ইরশাদ আলী, সহ–সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান মানিক।
সিলেট বিভাগ প্রবাসী পরিষদের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বক্তারা বলেন, বছরের একটি বিশেষ মাস হলো রমজান, যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত দান করে থাকেন।
তাই আসুন, আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব পালন করি—নামাজ আদায় করি, সৎ কাজ করি এবং মানুষের কল্যাণে পাশে থাকার চেষ্টা করি।
সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।