লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’তে বাংলাদেশি মালিকানাধিন আল তাউস স্টীল ওয়ার্কস এর যাত্রা শুরু হলো। শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসার মাধ্যমে আরব আমিরাতে বাংলাদেশিদের ইমেজ বৃদ্ধি করা হচ্ছে। দেশের এগিয়ে যাওয়াতে প্রবাসী ব্যবসায়িদের ভূমিকা উল্লেখ করেও তারা বলেন, দেশে উৎপাদিত পণ্যের পাশাপাশি ভিনদেশে নানা ব্যবসায় সততা আর দক্ষতার জন্য বাংলাদেশিদের সুনাম বিশ্বজুড়ে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও রাস আল খাইমা বাংলাদেশ প্রাইভেট ইংলিশ স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্জ্ব পেয়ার মোহাম্মদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ডঃ. রফিক আহাম্মেদ, প্রথম সচিব (শ্রম) সা ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন সহ স্থানীয় আরবী স্পনসর এবং বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারা।
এ সময় বক্তারা আরো বলেন, বাংলাদেশি যতো প্রতিষ্ঠান গড়ে ওঠবে তাতে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ পাবার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম দিন দিন আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।