প্রবাস মেলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন। (রয়টার্স)
গোটা বিশ্বকে রাশিয়ার নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। খবর সিএনএনের।
জো বাইডেন বলেন, পুতিন ও তার সশস্ত্র বাহিনী মনে করছে, ইউক্রেনকে সমর্থন যুগিয়ে একসময় হয়তো ক্লান্ত হয়ে পড়বে বিশ্বের সব দেশ। ফলে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো জাতিসংঘের সদস্য দেশগুলোর নৈতিক দায়িত্ব।
মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, ইউক্রেনের জনগণকে সবার সমর্থন দেয়া উচিত। একইসঙ্গে এই যুদ্ধের দায় শুধু রাশিয়াকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বাইডেন আরও বলেন, ইউক্রেনের যেকোনো কূটনৈতিক সমস্যা সমাধানের চেষ্টাকে আমরা সমর্থন করি। যুদ্ধ বন্ধের ক্ষমতা রাশিয়ার কাছেই আছে। ভবিষ্যতেও আগ্রাসনকারীদের বাধা দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।