সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে নানা আনুষ্ঠানিকতায় শ্রী শ্রী বাণী অর্চণা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সরস্বতী পূজায় অংশ নেন বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এতে অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক রূপম কুমার দাশ ও অরুন দে। এছাড়াও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় শ্রী শ্রী বাণী অর্চণা উদযাপন পরিষদের সভাপতি রনি নাথ, সাধারণ সম্পাদক প্রান্ত শর্মা, অর্থ সম্পাদক অন্তু দে উপস্থিত ছিলেন। পূজায় সার্বিক সহযোগিতায় ছিলেন সৌমিক চৌধুরী প্রাচীর।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে আয়োজিত এ সরস্বতী পূজায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।