সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল পাহাড়পাড়া বায়তুন নুর জামে মসজিদ শুভ উদ্বোধন হয়েছে। এলাকাবাসীর সমন্বিত প্রয়াসে নবনির্মিত দৃষ্টিনন্দন মসজিদটির শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।
১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার পবিত্র জুমার নামাজের মাধ্যমে এ মসজিদে নামাজ আদায় শুরু হয়। নামাজ শেষে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, মসজিদের উন্নয়ন ও কোরআন শিক্ষার প্রসারে এলাকার সর্বস্তুরের মানুষকে এগিয়ে আসতে হবে। কোরআনের আলো থাকলেই মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হয়। তিনি এ মসজিদ সহ ইউনিয়নের প্রতিটি মসজিদের উন্নয়নে সাধ্যমতো সহায়তা করে যাচ্ছেন বলে জানান।
পূর্ব রাজারকুল পাহাড়পাড়া বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এরশাদুল হক, সহ সভাপিত নুরুল আমিন পুতু, কোষাধ্যক্ষ নুর আহমদ, সহ সাধারণ সম্পাদক নবী হােসেন, সদস্য কাদের হোসেন, সর্দার নুরুল হক, সফর মিয়া সিকদার প্রমূখ। উদ্বোধনী দিনে পবিত্র জুমার নামাজে ইমামতি করেন মাওলানা হাফেজ এহসান।