সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই গ্রাম পর্যায়ে শহরের মতো উন্নয়ন হচ্ছে। বর্তমানে দেশে যে উন্নয়ন কাজ হচ্ছে বিএনপি-জামাত জোট কোনদিন স্বপ্নেও ভাবেনি। তিনি বলেন, চাকমারকুলের উন্নয়নে নুরুল ইসলাম সিকদার চেয়ারম্যান এলাকার মানুষের ভালবাসায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে এলাকার চিত্র পাল্টে দিচ্ছেন। চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার এবং স্থানীয় মেম্বার আবু বক্কর সব সময় এই রাস্তা কার্পেটিং করার জন্য তদবির করতো। আজ তাদের তদবির সফল হচ্ছে।
২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা স্টেশনে আয়োজিত বিশাল সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এর আগে সাইমুম সরওয়ার কমল এমপি ইউনিয়নের মাদ্রাসা গেইট হতে শ্রীমুরা আমির হামজা সিকদার চেয়ারম্যান সড়কের অবশিষ্টাংশ কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন, দেশের উন্নয়নকে বিঘ্ন ঘটাতে কিছু কুচক্রী মহল নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমুরা ষ্টেশনে স্থানীয় সমাজ সেবক নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: ইউনুচ ভুট্টো, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপের চেয়ারম্যান মোস্তাক আহমদ, গর্জনিয়ার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু মো: ইসমাইল নোমান, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
ক্বারি মো: সাইফুল্লাহ’র পবিত্র কোরান থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক, স্থানীয় মেম্বার আবু বক্কর ছিদ্দিক, সাবেক মহিলা মেম্বার মরিয়ম বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ। সভার সঞ্চালনা করেন, শ্রীমুরা ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম শাহীন। সড়ক উদ্বোধন উপলক্ষে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি চাকমারকুল মাদ্রাসা গেইট পৌঁছলে ওই এলাকার হাজারোজনতা প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করে বরণ করে নেন। এমপি কমলের সম্মানে রাস্তায় অসংখ্য তোরণ, ফেষ্টুন, ব্যানার রাস্তার দু’পাশে শোভাবর্ধন করেন।
এর আগে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বৃহস্পতিবার বেলা ১২টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় স্বাস্থ্য কমিটি পুন:গঠন ও হাসপাতালের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে এমপি কমল হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খবরা-খবর নেন। এছাড়া এমপি কমল বিকাল ৩টায় কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম এর জানাযার নামাজে অংশ নেন।