সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- ক্রীড়া-সংস্কৃতির প্রসারে বর্তমান সরকার অনন্য অবদান রাখছে। সরকারের অব্যাহত উন্নয়ন-অগ্রগতির কারণে এখন মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। বিগত ৭ বছরে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর থেকে তা হয়নি। অবহেলিত অনেক এলাকায় একসময় হাঁটাও কষ্টসাধ্য ছিলো, এমন জনপদে এখন শহরের মতো উন্নয়ন হচ্ছে। তিনি আরো বলেন- মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে হলে তরুন ও যুব সমাজকে ক্রীড়া চর্চায় আরো বেশী এগিয়ে আসতে হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ জাতি গড়ে উঠবে। হিলফুল ফুজুল ও যুব একতা সংঘ এলাকায় সামাজিক কর্মকান্ডের পাশাপাশি এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে আরো বেশী কৃতিত্বের স্বাক্ষর রাখলো। তিনি এ সংগঠনের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন হিলফুল ফুজুল ও যুব একতা সংঘের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে যৌথ উদ্যোগে আয়োজিত মিনি নাইট ফুটবল টূর্ণামেন্ট ২০২০ এর সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন।
২৭ ডিসেম্বর ২০২০, রবিবার রাত ৯টায় পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ সমাপনী খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে পূর্ব রাজারকুল অজিত স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে অফিসেরচর ফ্রেন্ডস ইউনিয়ন। এরআগে প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূণ্য ভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়।
হিলফুল ফুজুল ও যুব একতা সংঘের সভাপতি ওবাইদুল হক সাকিত এর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ।
বিশেষ অতিথি ছিলেন- ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোতালেব, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, আওয়ামীলীগ নেতা হাসান আজিজ, সাবেক মেম্বার আলী হোছাইন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম মুন্সী, সমাজসেবক জহিরুল ইসলাম, ব্যবসায়ি নুর আহমদ, মাস্টার রমিজ আহমদ, রাজারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার রিটন বড়ুয়া ও ছৈয়দ নুরুল হোছাইন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, কৃতি ফুটবলার আহমদ, পূর্ব রাজারকুল মডার্ণ কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোছাইন, খেলাঘরের স্বত্ত্বাধিকারী শাহেদুল ইসলাম শাহেদ, পূর্ব রাজারকুল নওজোয়ান সমিতির সভাপতি ছফর মিয়া, সমাজসেবক জাহেদ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, কৃতি ফুটবলার প্রভাষক জাহাঙ্গীর আলম।
টূর্ণামেন্টে সার্বিক সহায়তায় ছিলেন- হিলফুল ফুজুল এর সহ সভাপতি আবু তাহের রানা, সাধারণ সম্পাদক নাজির হোছাইন, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক,ববব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক মো. আলম, সাবেক সভাপতি সরওয়ার কামাল, যুব একতা সংঘের সভাপতি আকতার কামাল লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল হক, অর্থ সম্পাদক আবদু শুক্কুর, প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক সহ সকল সদস্যবৃন্দ প্রমূখ।
খেলায় অফিসেরচর ফ্রেন্ডস ইউনিয়নের সানি ম্যান অব দ্যা ম্যাচ এবং একই দলের ইসনান ম্যান অব দ্যা টূর্ণামেন্ট এবং লম্বরীপাড়া ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের খেলোয়াড় মো. রিফাত সেরা গোলদাতার পুরস্কার পান। খেলায় রেফারী ছিলেন-সায়েম মুন্না। সহকারি ছিলেন-তানভীর হাসান রানা ও ওসমান গনি। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় আয়োজিত এ টূর্ণামেন্টে চট্টগ্রামের চন্দনাইশ, টেকনাফ সহ বিভিন্ন এলাকার ৫৮ টি দল অংশ নেয়। সমাপনী খেলায় বিপুল দর্শকের সমাগম হয়।