সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম ব্যক্তিত্ব, রামুর কৃতি সন্তান, বিশিষ্ট সংগীতশিল্পী প্রবীর বড়ুয়া স্মরণে রামুতে ১২ অক্টোবর, সোমবার স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রামুর সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও জেলা-উপজেলার বিশিষ্ট সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভা আয়োজক কমিটির আহবায়ক মাস্টার মো: আলম ও সদস্য সচিব বশিরুল ইসলাম রামুর সকল সাংস্কৃতিক, সাহিত্য, সামাজিক সংগঠনের সদস্য ও প্রয়াত প্রবীর বড়ুয়ার আপনজনদের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, কক্সবাজারের বিশিষ্ট সংগীতশিল্পী, অবসরপ্রাপ্ত পর্যটন কর্মকর্তা প্রবীর বড়ুয়া গত ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।