সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজারের রামুতে বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর ২০২০, রবিবার সকাল ১০টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরলিয়া এলাকায় ধানি জমিতে স্থানীয়রা মৃত হাতিটি দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থলে গেলেও তাৎক্ষণিক মৃত্যুর কারণ জানাতে পারেনি।
বনবিভাগের পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনাস্থলে যান। তিনি জানান- কি কারণে হাতিটি মারা গেছে, তা এখন বলা যাচ্ছে না। কারণ হাতির শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ভেটেনারি সার্জন বিষয়টি তদন্ত করার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তৌহিদুর রহমান বলেন, যেখানে মৃত হাতিটি পড়ে রয়েছে সেটি জোত জমি। এর পাশেই বন। ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূরে বাড়িঘর রয়েছে। এসব বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ আছে। হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। যে কোনভাবে হত্যা করার আলামত পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইউনুচ ভূট্টো জানান- মৃত হাতির কোথাও আঘাত নেই। তাই মৃত্যুও কারণ জানা যাচ্ছে না। তবে সবার ধারণা বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হতে পারে।
এদিকে কক্সবাজারের বিভিন্ন উপজেলার বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক বন্য হাতি হত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় পরিবেশ প্রেমী ব্যক্তি সহ সর্বস্তুরের জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। সবার দাবি অবিলম্বে নির্বিচারে হাতি হত্যা বন্ধ হোক।