সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজারের রামুতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে হাত ধোয়া ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছ্যই মং চাক্। রামু উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি মাহমুদ কলি (আইডিই), এনজিও ফোরামের টিম লিডার ইমান আলী বক্তব্য রাখেন। এর আগে সকালে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং হাত ধোয়া ও স্বাস্থ্যসম্মত স্যানিটারী লেট্রিন প্রদর্শনী ঘুরে দেখেন।