নারী নির্যাতন রোধ ও নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে
সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১০ অক্টোবর ২০২০, শুক্রবার বিকাল ৪টায় রামু উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন নারী নেত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নারীরা পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে দেশে চলমান নারী ধর্ষণ ও নির্যাতনের ভীবৎসতায় নারী সমাজ হতাশ ও বাকরুদ্ধ। এভাবে চললে নারীরা দেশের কল্যাণ দূরে থাক, নিজের বা পরিবারেরও কল্যাণে কাজ করতে পারবে না।
এতে বক্তব্য রাখেন, জাগো নারী উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক গৌতম বিশ্বাস, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য রাশেদা খানম ও জাগো নারী উন্নয়ন সংস্থার আন্দোলন সম্পাদক রিমা সুলতানা। এতে সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সোয়েব সাঈদ ও খালেদ হোসেন টাপু সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা সাম্প্রতিক সময়ে দেশে ভয়াবহ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সভ্য দেশে এমন ভীবৎষ্যতা মেনে নেয়া যায়না। বাংলাদেশ যেন ধর্ষকদের স্বর্গরাজ্য। নারীরা চায় মাথা উঁচু করে দাঁড়াতে। কিন্তু নরপশুদের বর্বরতা নারীর উন্নয়ন-অগ্রযাত্রায় এখন বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আইনীভাবে শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই মূলত ধর্ষণ-নির্যাতনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। সরকারের উচিৎ এ ধরণের ঘটনা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া কর্মস্থল এবং সর্বত্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও এখন সময়ের দাবি।
অবস্থান কর্মসূচি পালন শেষে সন্ধ্যায় জাগো নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবিতে রামু থানার নবাগত অফিসার ইনচার্জ মো: আমিরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।