সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, শেখ হাসিনার সরকার সবচেয়ে সফল হয়েছে কৃষি ক্ষেত্রে। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ কৃষি সরঞ্জামে ভুর্তুকি দেয়ার ফলে কৃষকরা কম পুঁজিতে অধিক ফলন উৎপাদন করতে পারছে। এ কারণে খাদ্য ঘাটতির বদনাম মুছে বাংলাদেশ আজ খাদ্য রপ্তানির দেশ। কৃষকের কারণেই সরকার কৃষিতে অনন্য সফলতা অর্জন করেছে।
রামুতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ উপলক্ষে ২৯ নভেম্বর বেলা ১২ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী।
এতে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সরওয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন। সভা শেষে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি চাকমারকুল ইউনিয়নের অবহেলিত জনপদ নতুন চরপাড়ায় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে এলাকা ঘুরে দেখেন। পরে ওই এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল বলেছেন, চাকমারকুলের বিচ্ছিন্ন গ্রাম নতুন চরপাড়াবাসির যাতায়াতের সুবিধার জন্য আগামী ১ জানুয়ারীতেই জিও টেক্সটাইল দিয়ে রাস্তার কাজ শুরু হবে। এ এলাকার মানুষকে আর কষ্টভোগ করতে হবেনা। তিনি বলেন, শেখ হাসিনার সরকার গ্রাম পর্যায়ে শহরের চাইতে বেশি উন্নয়ন করছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকতে হবে।
দুপুর ২ টায় চরপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক হাজ্বী মো. ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানি, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক। বক্তব্য রাখেন স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন, ২ নং ওয়ার্ডের মেম্বার শাহাব উদ্দিন, জামাল হোসেন, আব্বাছ উদ্দিন, মিজানুর রহমান বিন আমিন, আতাহার সিফাত কায়েফ প্রমুখ। এছাড়াও সকালে সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।