সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: ‘বন্ধন বন্ধুত্বের’ এ শ্লোগানে রামুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী ২০২১। ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার রামুর রাবার বাগানের দৃষ্টিনন্দন জামতলী এলাকায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে রামু উপজেলার এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এসএসসি ৯৯ ব্যাচ রামুর সদস্য নজরুল ইসলাম, মিথুন বড়ুয়া বোথাম, এ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও সাংবাদিক আল মাহমুদ ভূট্টো জানিয়েছেন- উৎসব সফলভাবে আয়োজনে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজনে থাকছে বন্ধুদের স্মৃতিচারণ, শুভেচ্ছা স্মারক প্রদান, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সকাল ৯টায় শুরু হবে পুনর্মিলনী উৎসবের আয়োজন।
জানা গেছে, রামুতে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে ইতিপূর্বে আয়োজিত অনুষ্ঠানের চাইতে এবারের আয়োজন বর্ণিল ও ঝাঁকঝমকপূর্ণভাবে করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ৯৯ ব্যাচের দেড় শতাধিক বন্ধু এ আয়োজনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
ব্যাচের সদস্য আবুল কাশেম, সুমথ বড়ুয়া, শফি উল্লাহ ছিদ্দিক জানিয়েছেন-পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানে রেজিস্ট্রেশন সম্পন্নকারি এসএসসি ৯৯ ব্যাচ রামুর সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।