প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) নির্বাহী পরিচালক ড. এহসান এর নামে ‘ড. এহসান হক ইয়ুথ লিডারশীপ এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ডিসিআই তাদের কাজের অংশ হিসেবে যারা সুবিধাবঞ্চিত শিশুদের উন্নত জীবনে কাজ করছে এবং নতুন নেতৃত্ব তৈরি করছে তাদেরকে উৎসাহ প্রদানের অংশ হিসেবে এই এ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
২০ মার্চ ২০১৯ বুধবার রাজশাহী কলেজে ‘ড. এহসান হক ইয়ুথ লিডারশীপ এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। রাজশাহী কলেজ সিলেকশন কমিটি কলেজের সমাজতত্ত্ব বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিস শবনম মোস্তারীকে এবারের এ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করেছেন। শবনম মোস্তারী তার প্রতিষ্ঠিত ‘সামাজিক স্কুল’ এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন। এছাড়াও তিনি তার টীমকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র প্রদান এবং পুষ্টিকর খাবার বিতরণ করে অনবদ্য অবদান রেখেছেন।
এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হাবিবুর রহমান। রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারুক চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. নাজনীন সুলতানা, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জাকির আল ফারুকী, জনাব চৌধুরী সাইদুর রহমান সহ বিভাগের সম্মানিত শিক্ষক, ডিসিআই এর প্রোগ্রাম ম্যানেজার মোসাম্মৎ আইরিন পারভীন, জনাব জামাল আব্দুন নাসের রোমেল, ডিসিআই এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার জনাব এইচ কবির রোহান সহ ডিসিআই এর উর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী কলেজের ৮১ তম ব্যাচের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিসিআই এর প্রোগ্রাম ম্যানেজার জনাব জামাল আব্দুন নাসের রোমেল অতিথিদের ধন্যবাদ জানান এবং কিভাবে এই এ্যাওয়ার্ড তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে তা বিস্তারিত ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে মিস শবনম মোস্তারী ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন। এই এ্যাওয়ার্ড প্রদান এর উদ্দেশ্য ছিল তরুণদের সামাজিক উন্নয়নে নেতৃত্ব তৈরি করা। ‘সামাজিক স্কুল’ এর সকল সদস্য তাদেরকে এ্যাওয়ার্ড প্রদান করায় ডিসিআই কর্তৃপক্ষকে ধনবাদ জানান। অতিথিরা যুকদের উৎসাহিত করার জন্য ডিসিআই এর এমন কাজের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ডিসিআই বাংলাদেশসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সুবিধাবিঞ্চত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, উপার্জন সহ তাদের পরিবারের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।