প্রবাস মেলা ডেস্ক: চলচ্চিত্র থেকে কিছু দিন দূরে থাকলেও আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী আঁচল। মিজানুর রহমান মিজানের পরিচালনায় ‘রাগী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। ‘রাগী’ ছবিতে আঁচলের হিরো হিসেবে আছেন আবির।
নতুন ছবি ‘রাগী’ প্রসঙ্গে আঁচল বলেন, ‘মানহীন কাজ করার চেয়ে, না করাটা ভালো। এ কারণে বুঝে শুনে এগুচ্ছিলাম। ‘রাগী’ ছবির গল্পটি অসাধারণ, নষ্ট সমাজের কারণে কিভাবে একটি পরিবার ধ্বংসের দিকে যেতে পারে এবং একই পরিবারের অন্য সদস্য তাকে ভালো পথে ফিরে আনার চেষ্টা করে, তা নিয়েই ‘রাগী’ ছবির গল্প। এই ছবিটি বর্তমান সময়ের জন্য ভালো একটি ম্যাসেজ দিবে বলে আমি মনে করছি’।
এদিকে চিত্রনায়িকা আঁচলের ‘দাগ হৃদয়ে’ চলচ্চিত্রটি আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে। তারেক সিকদারের পরিচালনায় ছবিটিতে মূল চরিত্রে আরো অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। ছবিটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা আঁচল।
উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন আঁচল । এরপর শাকিব খান, ইমন, আরিফিন শুভ, বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের আলোচিত কিছু ছবি উপহার দেন তিনি।