ক.ম জামাল উদ্দিন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: মানবতার সেবায় প্রায় দুই দশক ধরে মঙ্গল খালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রতিশ্রুতি সংসদ সমাজে বিভিন্ন কাজ কর্মে অবাধ বিচরণ করে আসছে, তথাপি সম্প্রতি রাউজানের জারুল তলার ভুই ওয়ালার বাড়িতে আগুনে পুড়ে সর্বস্ব হারানো ৮ পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিস্তারিত জানা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে জারুলতলা ভূইয়াওয়ালার বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে ছাই হয়ে যায় নুর হোসেন, আব্দুস সালাম, আবুল কাশেম, মাসুদ, সোহেল, আবুল হোসেন, মো: আলী ও মামুনের বসতঘর। ফলে তাদের এই দূরদর্শার সময়ে পাশ্ববর্তী মঙ্গল খালী গ্রামের জনসেবামূলক সামাজিক সংগঠন “প্রতিশ্রুতি সংসদ ” এর নিজস্ব ফান্ড থেকে প্রতিটি পরিবারকে ৫০০০ টাকা করে ৪০,০০০ টাকা অনুদান প্রদান করে।
১১ এপ্রিল বিকাল ৪:০০ ঘটিকায় সংসদ কার্যালয়ে তাদের হাতে এই নগদ অর্থ তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন, সংগঠণের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য আল ছফর হজ্ব কাফেলার সত্বাধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্জ্ব মৌলানা শাহ আলম ও অত্র সংসদ”র সভাপতি জনাব মো: নেছার উদ্দীন, রেজাউল বশির, রাশেদ সরোয়ার, রহমত আলী, মো: আজগর আলী, শফিকুল হাসান রাশেদ, মেহাম্মদ রবিউল হাসান, মো: মনির, মুচনাত হাসান, মো: রাশেদ, মো: ফোরকান, মো: জীসান প্রমুখ।
এ সময় মাওলানা শাহ আলম সবার সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, তিনি তাহার বক্তব্যে বলেন, প্রায় দুই দশক পূর্বে প্রতিষ্টিত হওয়া এ সংগঠন যখন যেখানে প্রয়োজন তখনই এ সংগঠন ওখানে হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করেনি। এর প্রমাণ হিসেবে এই আয়োজন। ” মানুষ মানুষের জন্য ” এই শ্লোগানের বাস্তবতা আজ এই সংগঠনের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। প্রতিশ্রুতি সংসদ একটি গ্রাম ভিত্তিক সংগঠন হলেও আজ এর বিচরণ পার্শ্ববর্তী গ্রামে। ক্রমে ক্রমে এই সংগঠনের কার্যক্রম একদিন ইনশাআল্লাহ গ্রাম থেকে থানা, থানা থেকে শহরের ছড়িয়ে পড়বে।