প্রবাস মেলা ডেস্ক: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। কর্মীদের জন্য কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ ছাড়া এরসঙ্গে থাকবে দুটি ‘গ্রেস পিরিয়ডও’। খবর গালফ নিউজের।
কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কর্মজীবী নারীরা প্রতিদিন তাদের নিজ নিজ কর্মস্থলে দুটি গ্রেস পিরিয়ড পাবেন। কাজের শুরুর দিকে ১৫ মিনিট এবং অন্যটি তারা নিতে পারবেন কাজের শেষের দিকে। অন্যদিকে, পুরুষ কর্মীরা কাজের শুরুর দিকে একটি গ্রেস পিরিয়ড পাবেন।
এ ছাড়াও রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে আর্থিক ও প্রশাসনিক বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানান, ‘কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীরা ভালো পরিমাণ অর্থ বোনাস পাবেন।’
তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী, শিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে।
আগামী ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।