প্রবাস মেলা ডেস্ক: রফিকুল আলম আলম দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সিনে সাংবাদিক সমিতির পুরস্কারপ্রাপ্ত একজন খ্যাতিমান সংগীতশিল্পী। তিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর শিল্পী ছিলেন।
সম্প্রতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও স্বাধীনতা সংগ্রামের শব্দ সৈনিক মো: রফিকুল আলমের কণ্ঠে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গান ‘একদিন ওরা অস্ত্র হাতে নিয়েছিল’। গানটি ‘জি সারোয়ার মিউজিক’-এর ব্যানারে প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধের দৃশ্যপট নিয়ে রচিত গানটি দর্শক-শ্রোতাদের বিশেষ করে এ প্রজন্মের ছেলেমেয়েদের গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
গীতিকার জয়নুল আবেদিনের কথায় ও বিশিষ্ট সুরকার গোলাম সারোয়ারের সুর ও সংগীতে গাওয়া গানটি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শ্রাবণ চক্রবর্তী দিপু ও অডিও মাস্টারিং করেছেন জিয়াউল হাসান পিয়াল।
গানটি প্রসঙ্গে সুরকার ও সঙ্গীত পরিচালক গোলাম সারোয়ার বলেন, গানটি শ্রদ্ধেয় শিল্পী রফিকুল আলম ভাই অসাধারণভাবে গেয়েছেন। গানের কথাগুলোও চমৎকার। বাকিটা দর্শক-শ্রোতাদের ভালোলাগার ওপর। তবে নি:সন্দেহে মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভালো দেশাত্মবোধক গান এটি। একবার শুনলে ভালো লাগবে শ্রোতাদের-এ বিশ্বাস রাখি।
সূত্র: আলোকিত বাংলাদেশ।