মো: আফছার আলী
সে কি এক অনুভূতি!
কেউ নেই, তবু কত রং, কত আলো,
কত আশা, কত ভালোবাসা!!
দিনগুলো কত উজ্জ্বল, কত উচ্ছল,
গাছের পাতায় তারুণ্যের লুটোপুটি,
খালপাড়ে সমুদ্রের আবহ, শব্দের খেলা,
গোধুলীর রূপের ঝলকানি, সন্ধ্যার মায়া,
চাওয়া নেই, শুধু যেন পাওয়া আর পাওয়া।
আর
আজ
সব
আছে
চারিদিকে
উপরে
নীচে।
শুধু আলো নেই রং-এ!!!