জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন,যুক্তরাজ্য : পূর্ব লন্ডন থেকে প্রতিবারের মত এবারও ২৮ জুলাই ২০১৮ শনিবার কেন্টের কেম্বার সেন্ড বীচ এ বৃহত্তর রংপুর সমিতি (যুক্তরাজ্য) (Greater Rangpur Association of Britain) এর বার্ষিক বনভোজন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
এই বনভোজন ও আলোচনা সভায় প্রধান উপদেষ্টা জনাব আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এবংজাহাঙ্গীর আলম এর পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপদেষ্টা আব্দুল জলিল সরকার।
শুরুতেই ব্কৃতা করেন মাকসুদা শিরিন, সোরওয়াদি বাবুল, মোতহারুল ইসলাম, খাজা সামসুজোহা প্রিন্স, ওয়াহিদা রুনাফকির,চৌধুরি মিলন, সাঈদা চৌধুরি উর্মী, খাদিজা মিলি, আব্দুল জলিল,শামীমা সুলতানা ডেইজি, নাজমা সুলতানা নার্গিস, লাভলী সরকার, ইশরাত জাহান,মোতাহারুল ইসলাম শাহীন, মাহফুজা বেগম মুক্তা সহঅনেকে।
বক্তারা বলেন, কারো ধারনা মতে তথাকথিত আমদের দেশের বিভিন্ন বিভাগের প্রবাসী সংখ্যা অনুযায়ী সংখ্যালঘু মনে হলেও আমরাও যে ব্রিটেনের মাটিতে পিছিয়ে নেই দেশের সামাজিক সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডে। বাস যুগে খোলা আকাশের নিচে সমুদ্রের তীর ঘেঁষে ছোট বড় সবাইকে নিয়ে এক ঝাঁক বলাকার মত বাস যুগে এবং প্রতি বছরের মত থাকবে বিনোদনমূলক নাচ, গানের আনন্দ। থাকবে সহযোগিতা ও ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে দেখার প্রস্তুতি এবং আগামী বছরও ঠিক এই গ্রীষ্মকালীন সময়ের ছুটিতে কেননা দেশের প্রবাসী সবাই আমরা একে অপরের তরে, তবেই আসবে আমাদের ভিতর মা মাটির মায়া মমতা ও দেশাত্তবোধ রক্তিম পতাকাতলে বিশ্বের দরবারে । থাকবে ভ্রাতৃত্বের বন্ধন । এ ছাড়া বিভিন্ন বয়সী ছেলে ও মেয়েদের আলাদা দৌড়, বয়স্কদের দৌড় ও মোরগ লড়াই, মহিলাদের বালিশ খেলা, পুরুষ ও মহিলাদের যৌথ হাসির প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণী সব শেষে প্রধান উপদেষ্টা জনাব আব্দুর রাজ্জাক মোল্লার সমাপনি বক্তৃতার মাধ্যমে সমাপ্তি করে এসোসিয়েশনের আলোচনা ও দীর্ঘ ভ্রমণ যাত্রা যেন ছোট এক টুকরো বাংলার আনন্দ মেলা ।