প্রবাস মেলা ডেস্ক: একেবারে নতুন চেহারায় দেখা মিলল বাংলাদেশের জান সাকিব আল হাসানের। খেলার মাঠ ছেড়ে এফডিসিতে দেখা মিলল এই অলরাউন্ডারের। তার লুক দেখে অনেকেই চমকে গেছেন, এর কারণ কী? যেহেতু এফডিসিতে রয়েছেন নিশ্চয়ই ক্যামেরার কাজ রয়েছে। কী সেই কাজ? জানা যায়, আসলে একটি বিজ্ঞাপনের শুটিং করতেই এফডিসিতে এসেছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন রান আউট ফিল্মসের কর্ণধার ও নির্মাতা আদনান আল রাজীব। এটি তৈরি হচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের জন্য। শুটিং করতে আসেন জনপ্রিয় এই ক্রিকেট তারকা। জিপি অ্যাপের বিজ্ঞাপনে অংশ নিতেই তাঁকে এমন একটি লুক বেছে নিতে হয়। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংকের কাছে পাঁচ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি, চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি। সাকিবের ২৪ জুলাই ২০২২, পক্ষে রবিবার ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।