প্রবাস মেলা ডেস্ক: মার্কিন স্পিকারের তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ চীন। এরইমধ্যে যেকোনো সময় বিতর্কিত ভূখণ্ডে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। খবর রয়টার্স ও সিসিটিভি প্লাসের।
গতকাল মঙ্গলবার রাতেই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে বেইজিং। নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে তারা। বলেছে, এটি ‘এক চীন’ নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। আঞ্চলিক ঐক্যে ফাটল ধরাতেই কৌশল রপ্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, বর্হিশক্তির সহযোগিতায় চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তাইওয়ানের ওপর। যেকোন মুহুর্তে ভূখণ্ডে চালানো হতে পারে সামরিক অভিযান। গেলো দু’দিন ধরে মহড়া-প্রশিক্ষণ চালিয়ে প্রস্তুত চীনের সেনাবাহিনী। সীমান্তে প্রস্তুত রয়েছে যুদ্ধবিমানও।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, মার্কিন স্পিকারের তাইওয়ান সফর ‘এক চীন নীতিমালা’র স্পষ্ট উল্লঙ্ঘন। এরইমধ্যে, রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে তীব্র নিন্দা। তাইওয়ান ভূখণ্ড ঘেরাও করেছে সেনা ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট। এখন শুধু নির্দেশের অপেক্ষা। যেকোনো মুহুর্তে চালানো হতে পারে সুনির্দিষ্ট সামরিক অভিযান। কারণ, এটি চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক ঐক্য রক্ষার প্রশ্ন।