লুৎফুর রহমান, দুবাই, ইউএই: দীর্ঘ ৪৬ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ যুবলীগ পাড়ি দিয়েছে অনেক ঘাত প্রতিঘাত। অর্জন করেছে মানুষের ভালবাসা ও বিশ্বাস। এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার নির্বাচিত করতে হবে। ১৬ নভেম্বর শুক্রবার আরব আমিরাতের আজমান যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব বলেছেন বক্তারা।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপন শর্মার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউ এ ই আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উম্ম আল কোয়াইন যুবলীগের সভাপতি সেলিম বেপারি, আজমান আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক রুবেল সিকদার, সহ সভাপতি ওমর ফারুক, অর্থ সম্পাদক রাজু আহম্মদ, সহ প্রচার সম্পাদক মোক্তার আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুস সামাদ, জাহেদ আহমদ, অন্তর রকিব, হাসান মো. রিপন, আরিফ আহমদ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশকে আরো গতিশীল করতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। প্রবাসীদের এ জন্য দেশে আত্মীয় স্বজনদের নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করার আহবান জানানো হয়।