হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: এক সফল ভার্চুয়াল সভার মাধ্যমে যুক্তরাষ্ট্র বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের তিন সদস্য বিশিষ্ট এক নির্বাচন কমিশন গঠন করা হয়। একই সভায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে এলামনাইয়ের সহযোগীতার হিসাবের বিষয়গুলো সর্বসম্মতভাবে নিষ্পত্তি করা হয়েছে। ৪ঠা এপ্রিল ২০২১ রবিবার জুম মিটিং এর এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ মুজিবুর রহমান ইকবাল এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সভায় সাম্প্রতিক করোনা মহামারিতে এলামনাইয়ের সদস্য শরীফুল ইসলাম নাসেরের বাবা এবং বদরুল আলম শাহীনের মা-বাবা ও সৈয়দ হারুনুর রশিদ মুন্নার অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করে, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ মোস্তফা কামাল।
সভা থেকে করোনা মহামারীকালীন সময়ে বৃন্দাবন কলেজসহ হবিগঞ্জের ৯টি উপজেলা সদরের কলেজের ছাত্র, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদেরকে প্রায় ৭ লক্ষ টাকার আর্থিক সহায়তার কাজটি সুচারুভাবে সম্পন্ন করায় দেশ এবং প্রবাসে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। নির্বাচন কমিশনের তিন সদস্যরা হচ্ছেন সর্ব জনাব মুজাহিদ আনসারী, নাজিম উদ্দিন ও অধ্যাপক আব্দুর রহমান এবং পদাধিকার বলে এলামনাইয়ের সভাপতি জনাব সৈয়দ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। বৈঠকে উপস্থিত হয়ে মূল্যবান মতামত প্রদান করেন এলামনাইয়ের সদস্য জনাব মুজাহিদ আনসারী, হবিগঞ্জ সরকারী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার আহমদ, মোহাম্মদ সাদেক মিয়া, ফরিদ উদ্দিন, ইব্রাহিম খলিল বারো ভূইয়া রিজু, মোহাম্মদ আলমগীর মিয়া, অধ্যাপক আব্দুর রহমান, নাজিম উদ্দিন, জায়েদুর মোহিত খান, মিয়া মোহাম্মদ আছকির, আব্দুল গফ্ফার চৌধুরী, জয়নাল আবেদিন খান, আবু সাঈয়িদ চৌধুরী কুটি, শুকান্ত দাস হরে, শিমুল হাসান, ফয়সল আহমেদ, মো: আবুল কালাম, মো: আব্দুল মুকিত, শেখ মোস্তফা কামাল, এডভোকেট আবদুর রহিম শেখ প্রমূখ।