হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ জেলার যুব সমাজের উদ্যোগে ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার নিউইয়র্ক শহরের Howard Beach পার্কে করোনা সচেতনতা ও যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুযোগ সুবিধা কিভাবে গ্রহণ করা যায় সেই বিষয়ে দিনব্যাপি বিজ্ঞ ডাক্তার, সিপিএ, এটর্নী , সোস্যাল অফিসের কর্মকর্তা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পার্কে উপস্থিত সকলের মধ্যে মাক্স হ্যান্ডসেনিডাইজার বিতরণ করা হয়, সকলে মিলে পার্কের সুন্দর পরিবেশ উপভোগ করেন, বিভিন্ন খেলাধুলা, দুপুরের খাবার, বিকাল বেলা নাস্তার ব্যবস্থা করা হয়।

এতে হবিগঞ্জের যুব সমাজ ও নাগরিকবৃন্দের উপস্থিতে হবিগঞ্জের কৃতি সন্তান ডেমক্রেটিক পার্টির ডিট্রিক লীডারএট লার্জ, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরীর সভাপত্বিতে শিমুল হাসানের পরিচালানা আলোচনায় অংশ গ্রহন করেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, মেঘা ইন্সুরেন্সের প্রেসিডন্ট ও সিও রাজিব আহমেদ, সাবেক হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার গাফ্ফার আহমেদ, কমিনিটি লিডার মোজাহিদ আনসারি, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদ মিজানুর রহমান চৌধুরী সেফাজ, বৃন্দাবন সরকারি কলেজ এলমনাই এসোসিয়শনের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বার ভূঁইয়া রিজু, সাবেক সাধারণ সম্পাদক আবু সায়িদ চৌধুরী কুঠি,বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া রিজু, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংবাদিক সেলিম আজাদ, নিউইয়র্ক সিটির পুলিশ অফিসার আজহারুল ইসলাম চৌধুরী, কমিনিটি লিডার তাজুল ইসলাম মানিক,মিয়া মো: আসকির, আমির আলী, মো: মিলন, মো: মোস্তাফা, বিষনু পদ সরকার, কাজী মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হারুন, মোস্তাফা কামাল, ফয়সল আহমেদ, জালাল তালুকদার, মোশাররফ হোসেন চৌধুরী, এডভোকেট রহিম শেখ, এমরান আহমেদ, আব্দুল কদ্দুস জয়, আব্দুল হান্নান সিফল, নোমান আনসারি, মো: রাহুল, সাহান চৌধুরী, হারুনুর রশিদ, প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আবু সায়িদ চৌধুরী কুঠি, মিজবা আবদীন, রোকন হাকিম, মামুন মুনতাসির ও নিউইয়র্ক সিটির পার্ক পুলিশ এর সহযোগিতায় পার্কে আগত দেশি বিদেশীদের মধ্য এন্টিবডি টেস্ট, মাক্স, হ্যান্ডসেনিডাইজার, রান্না করা খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য হবিগঞ্জবাসীর মধ্যে করোনাকালে এই প্রথম কোন সংগঠনের ব্যানার সকলে মিলে একটি অসাধারণ অনুষ্ঠান আয়োজনের জন্য সকল মহলে আয়োজকবৃন্দ প্রশংসিত হয়।