হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ১৭ ডিসেম্বর সোমবার জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী নিঊইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, কবির আলী, মাহবুব রহমান, গিয়াস উদ্দিন, এবাদুল হক এবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচএম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ভাট, কামাল হোসেন রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওয়াহেদুজ্জামান লিটন, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, হেলাল মিয়া, কুইন্স যুবলীগ সভাপতি নান্টু মিয়া ।
এছাড়াও মো: তাজুল ইসলাম, মো: শাওন, মো: রাজু মিয়া, মো: জনি , ফয়সাল আহমেদ, সৈকত, জসিম মিয়া, ফয়েজ মিয়া, সোহেল আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তাদের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসংগ। সকলেই যার যার অবস্থানকে নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে সর্বোচ্চ প্রচারণা চালানোর জন্য অঙ্গীকারাবদ্ধ।
প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভৌট দেওয়ার মিছিল দিয়ে অনুষ্ঠান শেষ হয়।