হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১০ জানুয়ারি বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ১৯৭২ সালের এইদিনে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ ও ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার মাটি ও মানুষ এই দিন ফিরে পেয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং অর্জন করেছিল বিজয়ের পূর্ণতা।
১০ জানুয়ারি, রবিবার, সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে দিবসটি পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবার নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি সমূহ:
১) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ।
২) ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুক্তিযুদ্ধওোর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও আলোচনা।