হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ’র উদ্যোগে ৩০ সেপ্টেম্বর রবিবার রাতে নিউইয়র্কের জামাইকা বৈশাখী রেস্টুরেন্ট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত আওয়ামী লীগ নেতা এম এ করিম।
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সহ সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মজনু’র পরিচালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান, কাজী জাহাঙ্গীর আলম, সোসাইটির সাবেক সভাপতি মো: শফিউদ্দিন কামাল, এইচ এম ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।