প্রবাস মেলা ডেস্ক: তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। এতে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার বিমানবন্দরের শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে ২০০টি ফ্লাইট; আর বাতিল হয়েছে ১৮টি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় নর্থ ডাকোটা অঙ্গরাজ্য। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েন স্থানীয়রা। এতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে বিমানবন্দরে শিডিউল বিপর্যয় দেখা দেয়।
একই চিত্র পশ্চিমাঞ্চলীয় কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরেও। তীব্র তুষারপাতের কারণে বাতিল হয়ে গেছে অনেক ফ্লাইট।
এদিকে, তুষারঝড়ের কারণে ডেনভার শহর থেকে শুরু হওয়া কানসাস বর্ডার পর্যন্ত মেট্রো চলাচলও বন্ধ করে দেয়া হয়েছিল । যদিও পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে তা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় কর্তৃপক্ষ।
এছাড়াও তুষারঝড়ের কারণে সাউথ ডাকোটা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিনেসোটাসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।