প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর পদচারণা শুরু হলো এবারে ওয়েব দুনিয়ায়। ‘কন্ট্রাক্ট বিয়ে’ শিরোনামের একটি ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রিয়দর্শিনী। এতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে। নির্মাতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অংশ নিয়েছেন কিছু অনুষ্ঠানেও। আর যুক্তরাষ্ট্রেই হচ্ছে ওয়েব সিরিজের শুটিং। জানা যায়, সিরিজটিতে আরও কয়েকজন জনপ্রিয় তারকা অভিনয় করছেন। সাসপেন্স থ্রিলার সিরিজটিতে মৌসুমীর চরিত্র ঘিরেই আবর্তিত হবে গল্প।
ওয়েব সিরিজটি মূলত দেশ থেকে যাবার পরে অভিবাসীরা কিভাবে নিজের স্থায়ী আবাসনের ব্যবস্থা করেন তার উপর ভিত্তি করে রচিত। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর স্থায়ী হওয়ার জন্য বাংলাদেশের মেয়েরা কিছু সময়ের জন্য কন্ট্রাক্ট বিয়ে করেন। মৌসুমীও তেমনি বিয়ে করেন হাসান জাহাঙ্গীরকে। এই মূল ঘটনার পাশাপাশি উঠে আসবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট। যা একইসাথে কাঁদাবে দর্শককে, কখনও দেবে আনন্দও।
ওয়েব সিরিজটির গল্প ও পরিচালনা করছেন হাসান জাহাঙ্গীর। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘এ সিরিজের গল্পের পটভূমিতে অন্য এক মৌসুমীকে খুঁজে পাবেন দর্শক। অনেকেই স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে আসতে চান। এজন্য তারা নানা কৌশল অবলম্বন করেন। অনেকে ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যান। এমন গল্পগুলো উঠে আসবে এ সিরিজে। আমার বিশ্বাস, দর্শক সিরিজটি উপভোগ করবেন।’
উল্লেখ্য, ওয়ার্ল্ডওয়াইড সংগঠন হিউম্যান রাইটসের তত্ত্বাবধানে এসএএস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ ও মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এ ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট বিয়ে’।