হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৩ জুন নিউইয়র্ক অঙ্গরাজ্যের জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের ব্যানারে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম কার্য্যকরী সদস্য শরীফ কামরুল আলম হীরা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, রমেশ চন্দ্র নাথ, মোঃ হানিফ, বদরুল খান, সহ সভাপতি সৈয়দ বসারত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, আইন সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, বানিজ্য সম্পাদক ফরিদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম.এ. করিম জাহাঙ্গির, শিল্প সম্পাদক মিসবাহ আহমেদ, কার্যকরী সদস্য আসাফ মাসুক, কায়কোবাদ খান, আব্দুস শহীদ দুদু, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, শ্রমীক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, গিয়াস উদ্দিন নান্নু, গোলাম মোস্তফা, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল,কায়কোবাদ খান, নাদের আলী, আতাউর রহমান, দেলোয়ার হোসেন, টি হোসেন, ড. হুমায়ুন করিম, শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্ঠা হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, জাহিদ খাঁন, আওয়ামী লীগ নেতা সিরাজ ইসলাম সরকার, ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন প্রমূখ।
সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ব্যানার প্লাকার্ড সহ এক র্যালী জ্যাকসন হাইট্স এর রাস্তা প্রদক্ষিন করে।