হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ এর যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চন্দনের শ্বশুর , যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী ময়মনসিংহ শহরের গোলকীবাড়ীর সন্তান সানি কবির (৫০) গত ১০ মে, ২০২০ রবিবার সকাল ৭.৩০ মিনিট এ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে Interfaith Medical Center, Brooklyn এ ইন্তেকাল করেন (ইন্নালিললাহি …….রাজিউন)। সানি কবির রোজা রাখার জন্য রাতে সেহরি খেয়ে কিছুক্ষণ পর বুকে ব্যাথা অনুভব করলে তার সাথে থাকা লোকজন বাসার কাছেই হাসপাতালে নিয়ে যান,৩ ঘন্টা পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১২ মে, ২০২০ সোমবার সকাল ১০.৩০ মিনিটে নিউজার্সির মালব্যুরো মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ময়মনসিংহবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ সহ প্রবাসের অনেক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।