প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম সিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীর আলম সিকদার দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন। তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত প্রবাস মেলা’র যুক্তরাজ্য প্রতিনিধি, আইঅনটিভি যুক্তরাজ্য এবং 3STV Uk এর স্বত্বাধিকারী।
সকলের কাছে কমিনিউটি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি রয়েছে তার। শরিয়তপুরের এই কৃতি সন্তান, প্রবাসীদের প্রিয় ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম সিকদার ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারে হৃদরোগে আক্রান্ত হয়ে পুর্ব লন্ডনের নিউহ্যাম ইউনিভার্সিটি হসপিটাল, লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার এই অসুস্থ্যতার খবর তিনি নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দিয়েছেন। এরপর থেকেই বাংলাদেশ এবং প্রবাসীরা তার খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান তিনি। জাহাঙ্গীর আলম সিকদার তার আশু আরোগ্যের জন্য দেশ-প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন।