প্রবাস মেলা ডেস্ক: একটি স্কুলবাস উল্টে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানায়, একটি গাড়ির সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশে চলে যায় বাসটি। এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় সেটি। এ সময় গাড়িতে থাকা ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর পরই উদ্ধার অভিযান চালানো হয়। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হয়। তবে এদিন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আহতদের কারো অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।