প্রবাস মেলা ডেস্ক: এয়ার ট্রাফিক কন্ট্রোলে সমস্যার কারণে যুক্তরাজ্যে প্লেন চলাচল বন্ধ ঘোষণা করায় শত শত ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে দীর্ঘ বিলম্ব হচ্ছে।
দেশটির জাতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার এক বিবৃতিতে জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রকৌশলীরা এরই মধ্যে ত্রুটি খুঁজে বের করতে কাজ শুরু করেছেন। এদিকে, প্লেন চলাচল বন্ধ থাকায় জটিলতায় পড়েছেন হাজার হাজার যাত্রী। অনেকেই বিমানবন্দরে রাত্রী যাপন করছেন। লন্ডনসহ হিথ্রো, স্ট্যানটেড, গ্যাটউইক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন অসংখ্য যাত্রী।