প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সেক্রেটারি ও লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক তদন্তের মুখোমুখি হয়েছেন। লন্ডনে তার একটি সম্পত্তির ভাড়ার আয় যথাসময়ে ঘোষণা না করার অভিযোগে সংসদের নীতিমালা কমিশনার তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। খবর বিবিসি ও টেলিগ্রাফ।
সংসদের নীতিমালা কমিশনারের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টিউলিপ সিদ্দিক হলেন নতুন সংসদের প্রথম সদস্য যার বিরুদ্ধে কমিশনার তদন্ত শুরু করলেন।
এই বিষয়ে লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, বিষয়টি মূলত এক ধরনের প্রশাসনিক ভুল। এটি টিউলিপ সিদ্দিকের নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তদন্তের বিষয়ে টিউলিপ সিদ্দিক পার্লামেন্টারি স্ট্যান্টার্ড কমিশনার কার্যালয়কে সম্পূর্ণ সহায়তা করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত সংসদের সময় শুরু হওয়া তিনজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। সাবেক কনজারভেটিভ সংসদ সদস্য বব স্টুয়ার্টের বিরুদ্ধে আর্থিক স্বার্থ গোপন এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। সাবেক টোরি এবং রিক্লেইম পার্টির সংসদ সদস্য অ্যান্ড্রু ব্রিজেনের বিরুদ্ধে তার আর্থিক স্বার্থ নিবন্ধন না করার অভিযোগ রয়েছে, অন্যদিকে সাবেক টোরি স্যার কনর বার্নসের বিরুদ্ধে গোপন তথ্য ব্যবহারের অভিযোগে তদন্ত চলছে।
গত সংসদের সময়, সংসদ সদস্যদের বিরুদ্ধে ১০০ টিরও বেশি তদন্ত শুরু করেছিলেন নীতিমালা কমিশনার। এর মধ্যে বেশিরভাগ তদন্ত ‘সংশোধনের’ মাধ্যমে সমাধান করা হয়। এই পদ্ধতিতে সংসদ সদস্যদের ছোটখাটো অথবা অনিচ্ছাকৃত ভুলের জন্য সংসদের নিয়ম সংশোধনের সুযোগ প্রদান করা হয়।
যুক্তরাজ্যের সাম্প্রতিক নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ভূমিধস বিজয় লাভ করে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্ব দলটি সরকার গঠন করে। টিউলিপ সিদ্দিক সেই লেবার পার্টির একজন এমপি। তিনি এবারসহ টানা চারবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন।