জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে অনুষ্ঠিত জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক মাহি খান টপ সেটে ১০টি সাবজেক্টে 9A** এবং ১ টি A* স্টার পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে স্ট্রাটফোর্ড একাডেমি (Stratford Academy) থেকে।
জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় অংশগ্রহণ করে সে এখন A level 6th Form ব্রাম্পটন মেনর একাডেমি Brampton Manor Academy (formerly Brampton Manor School) পড়াশুনা করতেছে। তার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন নিয়ে জানতে আগ্রহী হলে জানা যায়, সে অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মেডিসিনে পড়াশুনা করে একজন মানব সেবক হিসাবে নিজেকে নিয়োজিত করতে চান।
পরিবারে মা বাবা ছাড়াও বোন মালিহা খান আছে। তার বাবা শাহজালাল খান এবং মা নুসরাত সুলতানা দীর্ঘদিন ইতালির নেপলিতে বসবাস করতেন। মাঝে শিকড়ের টানে বেশ কয়েক বছর বাংলাদেশে ছিলেন পুরো পরিবার। কিন্তু এই দম্পত্তি সন্তানদের ভবিষ্যৎ সুন্দর সপ্ন পুরণের বাস্তবতায় বর্তমানে ইউকের পূর্ব লন্ডন, নিউহাম কাউন্সিলে বসবাস করছেন। তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে।