জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার গৌরব ৭১ যুক্তরাজ্য এর আয়োজনে জননেত্রী থেকে বিশ্বনেত্রী, বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে পূর্ব লন্ডনের মেনর পার্কের অভিজাত একটি রেস্টুরেন্ট সুলতানিনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গৌরব ৭১ যুক্তরাজ্যের আয়োজনে সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কামাল ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলালের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মনিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এবং সিলেট ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সর্বইউরোপ আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, লুৎফর রহমান সাঈদ উপ-প্রচার সম্পাদক, ড. বি এম রাজ্জাক, খসরু, গৌরব ৭১ যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, হাকিম সিকদার সিনিয়র সহ সভাপতি, ফখরুল ইসলাম, সোয়েব দেওয়ান, আনোয়ার খান, নাসির উদ্দিন ফিরোজ, শাজাহান মোহাম্মদ, জালাল আহাম্মেদ, অনিক হাওলাদার, হাজী শাহ আলম, মামুন আহসান, সাব্বির আহাম্মেদ, নাজমা সুলতানা সহ আরও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
উপস্থিত সবাই কেক কাটার মাধ্যমে নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার হাতকে শক্তিশালী করার শপথ গ্রহণ করেন। সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে মোনাজাত ও সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।