জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: আগামী ২ মে বৃহস্পতিবার ব্রাইটন, লন্ডন বারজেস হিল টাউন কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে সেইন্ট জোন্স ওয়ার্ডের কনজার্ভেটিভ পার্টি থেকে কাউন্সিলর হিসাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় বাসিন্দা মোস্তাক মিয়া।
এ উপলক্ষে ৭ এপ্রিল মিড সাসেক্স বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় এক রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংঠনের সভাপতি সাদিক উল্লার সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বারজেস হিল টাউন কাউন্সিলের কনজার্ভেটিভ নেতা প্রু মৌর।
প্রধান বক্তা বলেন, মোস্তাক একজন তরুণ রাজনীতিবিদ। তার চিন্তা চেতনায় শুধুই এলাকার উন্নয়ন। দলমত নির্বিশেষে থাকে সহযোগিতা করা প্রয়োজন। সে নির্বাচিত হলে বারজেস হিল টাউন কাউন্সিলের শুধু প্রথম বাংলাদেশি নয় প্রথমবারের মতো একজন এশিয়ান নির্বাচিত হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ফজলুর রহমান, মুজিবুর রহমান, আলাউদ্দিন খান, আমিন ইসলাম সহ এলাকার বিশিষ্টজন।
মোস্তাক মিয়া তার বক্তব্যে বলেন, নির্বাচিতহলে এলাকার দলমত নির্বিশেষ এলাকার উন্নয়নে কাজ করবেন। উল্লেখ্য নির্বাচনে কনজার্ভেটিভ প্রার্থী সহ লিভারেল ডেমোক্রেটিক, লেবার পার্টি, ইউকিপ থেকে মোট চারজন প্রতিদ্বন্দিতা করছেন।