প্রেস বিজ্ঞপ্তি: পাঠকনন্দিত ও সময়ের সাহসী দৈনিক যায়যায়দিন এর সারাদেশের প্রতিনিধিদের মেলবন্ধন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হোটেল সী ওয়ার্ল্ড, কক্সবাজারে প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি খবর পরিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংবাদমাধ্যম দৈনিক যায়যায় দিন। আর এই কাজের নেপথ্য নায়ক জেলা ও উপজেলা প্রতিনিধিরা। তাদের আন্তরিক প্রচেষ্টা সংবাদমাধ্যমের প্রচার এবং প্রসার ঘটাতে সাহায্য করে। সেই আন্তরিকতার ব্যাপ্তি বাড়াতেই প্রতি বছর প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যায়যায়দিন।